নারকেলডাঙায় অগ্নিকাণ্ডের পর অশান্তি, মহিলার শ্লীলতাহানি-ছিনতাইয়ের অভিযোগে জোড়া FIR
প্রতিদিন | ১০ ফেব্রুয়ারি ২০২৫
নিরুফা খাতুন: নারকেলডাঙায় অগ্নিকাণ্ডের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতিতে নতুন করে অশান্তি বেঁধেছিল কাউন্সিলর ও বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায়। রবিবার দুপুরের সেই অশান্তির মাঝে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, গয়না ছিনতাইয়ের অভিযোগ ওঠে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই অভিযোগে সোমবার নারকেলডাঙা থানায় দায়ের করল এফআইআর। তাতে মূল অভিযুক্ত হিসেবে স্থানীয় কাউন্সিলর শচীন সিংয়ের বিরোধী পাপ্পু খান। অভিযোগ, রবিবার দুপুরে তারা রড, লাঠি নিয়ে চড়াও হয়েছিল। সেই ফাঁকেই এক মহিলার জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা ও সোনার হার ছিনতাই করা হয় বলে অভিযোগ। তাতেই নারকেলডাঙা থানায় জোড়া এফআইআর দায়ের হয়েছে।