• বাঘ বন্দি করতে গিয়ে জখম বনকর্মী, ঘাড়ে থাবা রয়াল বেঙ্গলের, কুলতলিতে তীব্র আতঙ্ক
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • বাঘকে খাঁচায় পুরতে গিয়ে তারই হামলায় গুরুতর জখম হলেন বনকর্মী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত অস্থায়ী বনকর্মীর নাম গণেশ শ্যামল। তাঁর ঘাড়ে থাবা বসিয়েছে রয়্যাল বেঙ্গল। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    রবিবার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদে ৯ নম্বর মুলার জেটি ঘাটের কাছে একটি বাঘ দেখতে পান স্থানীয় যুবক রাজকুমার সাফুঁই। তিনি দাবি করেন, বাঘটি জেটিঘাট সংলগ্ন শ্মশানে ঘোরাঘুরি করছিল। পরে সে গ্রামের রাস্তা ধরে। সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে তা দেখতে পান রাজকুমার। তিনি ভয়ে সাইকেল ফেলে আর্তনাদ করতে করতে বাড়ি ফেরেন। নিমেষে ফের বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এরপরেই স্থানীয় কয়েকজন বাসিন্দা গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে বাঘের টাটকা পায়ের ছাপ লক্ষ করেন। যদিও সেই সময় বাঘটিকে দেখতে পাননি তাঁরা। খবর দেওয়া হয় বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসে।

    কুলতলিতে নতুন করে বাঘের উপস্থিতির খবর পেয়ে সোমবার ভোরেই সেখানে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। জেটি ঘাটে পৌঁছন পুলিশ কর্মীরাও। সকালে বাঘটিকে বন্দি করার পরিকল্পনা করে বনদপ্তরের একটি দল। বাঘের খোঁজ শুরু হয়। সেই সময়ই ঝোপের পাশে একটি ধানক্ষেতে বনকর্মীদের উপরে হামলা করে বাঘটি। ৩ জন বনকর্মীর মধ্যে একজনের ঘাড়ে থাবা বসায়। ঘটনায় গুরুতর আহত ওই বনকর্মী। এলাকায় তীব্র শোরগোল। ভয়ানক আতঙ্কে রয়েছেন এলাকার লোকজন। বন দপ্তরের কাছে দ্রুত বাঘটিকে খাঁচা বন্দি করে জঙ্গলে ফেরানোর আর্জি জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)