তিন বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হল সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে। নতুন জেলা কমিটিই গঠন করা গেল না জেলা সম্মেলনে! দলীয় সূত্রের খবর, কমিটির প্যানেলে নানা আপত্তি এবং বহু রকমের প্রস্তাবের প্রেক্ষিতে ভোটাভুটি এড়াতে পারছেন না সিপিএমের রাজ্য নেতৃত্ব। বারাসতে রবিবার গভীর রাত পর্যন্ত চেষ্টা করেও সহমতের ভিত্তিতে কমিটি গঠন করা যায়নি ২৬তম জেলা সম্মেলনে। জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে বদল করার দাবি উঠেছিল সম্মেলনের প্রথম দিনেই। তার পরে সম্মেলনের দ্বিতীয় দিন, শনিবার গভীর রাত পর্যন্ত এবং শেষ দিনে দফায় দফায় আলোচনা করেও উপস্থিত দলের রাজ্য নেতৃত্ব কোনও মীমাংসা-সূত্র বার করতে পারেননি। দলীয় নেতৃত্বের তরফে শেষ দিনে জেলা কমিটির ৭৪ জনের নামের প্যানেল সম্মেলনে পেশ করার পরে বিভিন্ন এরিয়া কমিটি থেকে আপত্তি এবং বিকল্প ২৭ জনের নামের প্রস্তাব এসেছে। তার পরে সম্মেলনে উপস্থিত দলের দুই রাজ্য নেতা শ্রীদীপ ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী ফের অনুরোধ করেন ভোটাভুটি এড়ানোর জন্য। তবে প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় সহ প্যানেলের বাইরের ২৭ জনের মধ্যে ২৫ জন নাম তুলে নিলেও দু জন অনড় ছিলেন। এই পরিস্থিতিতে সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি বারাসতে দলের জেলা দফতরে ভোটাভুটির ব্যবস্থা হবে। জেলা কমিটি গঠিত হওয়ার পরে জেলা সম্পাদক বেছে নেওয়া হবে। সংগঠন বেহাল হয়ে পড়ার পরেও উত্তর ২৪ পরগনায় এমন দলীয় বিভাজনের ঘটনায় সিপিএমের রাজ্য নেতৃত্বের বড় অংশই ক্ষুব্ধ।