তৃণমূল নেতা এবং তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত এক সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ! রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ওই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে। গ্রেফতার হয়েছেন আরও চার জন। দু’জনকে রবিবারই বহরমপুর আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি তিন জনকে সোমবার আদালতে হাজির করানো হবে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপপুর থেকে একটি চারচাকা গাড়িতে করে হরিহরপাড়ার দিকে যাচ্ছিলেন এক যুবক। ইউটিউবার তিনি। অভিযোগ, স্বরূপপুর হাটের কাছে তাঁকে কটূক্তি করেন স্থানীয় তৃণমূল নেতা শাহানুজ্জামান শেখ। ওই যুবক তার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। সেখানে তৃণমূল নেতার অনুগামীরাও ছিলেন। বিশৃঙ্খলা দেখে সেখানে যান এক ভিলেজ পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, গোলামাল মেটানোর চেষ্টা করলে তাঁদেরও মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা এবং তাঁর সঙ্গীদের আটক করে। হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে ওই যুবক এবং ভিলেজ পুলিশকে।
হরিহরপাড়া ব্লকের তৃণমূলের সভাপতি আতাবুদ্দিন শেখ বলেন, ‘‘যিনি অন্যায় বা অপরাধ করবে, তাঁদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। আইন আইনের পথে চলবে। কোনও অন্যায়ের পাশে দল থাকবে না।’’