‘এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়’, সিবিআই-এর আলিপুর আদালতে ভর্ৎসিত আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের আইনজীবী। সিবিআই মামলা সম্পর্কিত সমস্ত নথি দেয়নি, এই দাবি করে এ দিন সন্দীপের আইনজীবী আদালতে গলার স্বর চড়ান। তার জেরেই বিচারকের ভর্ৎসনার মুখে পড়েন তিনি।
বিচারক সন্দীপ ঘোষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। সে জন্য গলার স্বর চড়াবেন না। গলার স্বর চড়ালে আমিও চড়াতে পারি।’ তিনি আরও বলেন, ‘সিবিআই-কে আদালতে এ ভাবে বলতে পারেন না। আপনার সমস্ত অভিযোগ সত্যি নয়। সাক্ষীর কিছু মন্তব্যের (স্টেটমেন্ট) নথি পাননি।’
সিবিআই-য়ের আইনজীবী জানান, তিনি ওই নথিগুলি মঙ্গলবার জমা দেবেন। কিন্তু বিচারক নির্দেশ দেন, এ দিন ৪টের মধ্যে আদালতে সিবিআই ওই নথি জমা দেবে।উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ।
এই মামলায় বিচারে কোনও দেরি চাইছে না কলকাতা হাইকোর্ট। মামলাটির ট্রায়ালের জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। গত শুক্রবার সেই সময়সীমা ডিভিশন বেঞ্চ আরও চারদিন বাড়িয়ে দেয়। বিচারপতি জয়মাল্য বাগচির নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ ছিল, গত শনি এবং রবিবার এই মামলার পাঁচ অভিযুক্তের আইনজীবীরা নিজ়াম প্যালেসে সিবিআই অফিসে যেতে হবে।
সেখানে তাঁদের হাতে তুলে দেওয়া মামলা সংক্রান্ত নথিপত্রের সঙ্গে সিবিআইয়ের কাছে থাকা সব নথি মিলিয়ে দেখবেন আইনজীবীরা। তাঁদের পাতার নম্বর দেওয়া থেকে ইনডেক্স তৈরি যে সমস্ত প্রশ্ন অভিযুক্তদের রয়েছে, তার সমাধান করতে হবে সিবিআইকে। সোমবার নিম্ন আদালতে অভিযুক্তদের আইনজীবীদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়।