• মাধ্যমিকের প্রথম দিনেই পথ দুর্ঘটনা, হাসপাতালেই পরীক্ষা অশোকনগরের দুই ছাত্রীর
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সোমবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় অশোকনগরে পথ দুর্ঘটনা। আহত দুই ছাত্রী। তাদের নাম সানিয়া সুলতানা ও সুলতানা পারভীন। তাদেরকে ভর্তি করানো হয়েছে গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেই তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

    জানা গিয়েছে, আহত দুই ছাত্রী অশোকনগরের দাতারি মন্ডলহাট এলাকার বাসিন্দা। তারা গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। তাদের পরীক্ষার কেন্দ্র পড়েছিল রাজীবপুর এ ভি স্কুলে। সোমবার সকালে দুই ছাত্রী অভিভাবকের সঙ্গে মোটরবাইকে চেপে পরীক্ষা দিতে বেরিয়েছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরবাইকের। রাস্তায় ছিটকে পড়েন সকলে। স্থানীয়রাই তাদের উদ্ধার করে অশোকনগর সব্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে দুর্ঘটনায় আহতদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    আহত দুই মাধ্যমিক পরিক্ষার্থীর চিকিৎসা করা হয়েছে গ্রামীণ হাসপাতালেই। তাদের কোমর ও হাতে চোট লেগেছে। এর পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে হাসপাতালেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়।

    সানিয়া সুলতানার মা সেরিনা বিবি বলেন, ‘খাওয়া-দাওয়া করে বাবার বাইকে চেপে পরীক্ষা দিতে বেরিয়েছিল মেয়ে এবং মেয়ের এক বন্ধু। কিন্তু পথেই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই আমরা ছুটে যাই। ওদের খুব চোট লেগেছে। হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে ওদের। এখন থেকে ওরা হাসপাতাল থেকেই পরীক্ষা দেবে।’ প্রশাসনের এমন তৎপরতায় খুশি দুই ছাত্রী এবং তাদের পরিবার পরিজনরাও।

  • Link to this news (এই সময়)