• শিশুদের নিয়ে কার্নিভালে মেতে উঠল অম্বুজা নেওটিয়া গ্রুপ, দেখা গেল তারকা দেরও
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  রবিবার শিশুদের নিয়ে একটি  কার্নিভাল আয়োজন করেছিল নেওটিয়া ভাগীরথী  ওমেন এন্ড চাইল্ড কেয়ার সেন্টার। এই কার্নিভালে  উপস্থিত ছিল সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। যাদের মধ্যে পরিচিত মুখ হল ,অভিনেত্রী কোয়েল মল্লিক ,গায়ক অনীক ধর। 

    অম্বুজা নেওটিয়া  গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর  পার্থিব নেওটিয়া এবং তাঁর স্ত্রী শ্রীমতী মল্লিকা নেওটিয়া এবং শ্রীমতী মধু নেওটিয়ার উদ্যোগে শিশুদের জন্য  বিশেষ কার্নিভালটি আয়োজন করা হয়েছিল। রবিবার পি.সি চন্দ্র গার্ডেনে এই বিলাসবহুল  কার্নিভালটি অনুষ্ঠিত হয়েছিল। প্রায়   ৮,০০০ শিশু অভিভাবক-সহ এই বিশেষ কার্নিভালে এসেছিল। বিশিষ্ট ব্যক্তিরা এই কার্নিভালে  আমন্ত্রিত ছিল। 

    স্বাগত অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছিল।  তারপরে গল্প বলার পর্ব  শুরু হয়েছিল। ছোট বাচ্চারা তাদের মা বাবার সঙ্গে ছবি আঁকা  ,সানগ্লাস ডিসাইন করা ,ট্যাটু  আঁকার  মতো কাজকর্মে  অংশগ্রহণ করেছিল। এদিন পার্থিব নেওটিয়া  সামাজিক সেবামূলক কাজের উদ্দেশ্যে  'রেইনবো ব্রিজের'  সূচনা করেন। 

    প্রসঙ্গত , ২০০২ সালে নেওটিয়া  ভাগীরথি ওমেন এন্ড চাইল্ড কেয়ার সেন্টারের পথ চলা শুরু হয়েছিল ।নারী এবং  শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করার কথা মাথা  রেখে।
  • Link to this news (আজকাল)