• এবার তাপমাত্রা লাফিয়ে বাড়বে, কবে থেকে? জানাল হাওয়া অফিস, ২ জেলায় বৃষ্টিও
    আজ তক | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সপ্তাহের শুরুতেই শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে, আর কুয়াশার দাপট অব্যাহত থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের দাপট বজায় থাকবে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

    দক্ষিণবঙ্গে শীতের বিদায়ের ইঙ্গিত
    আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বিশেষ করে বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দিনে শীতের আমেজ কমে আসবে। কোকিলের ডাক বসন্তের বার্তা নিয়ে এসেছে, যা শীত বিদায়ের ইঙ্গিত বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

    কুয়াশার দাপট থাকবে বজায়
    মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে। কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে বলে জানানো হয়েছে।

    উত্তরবঙ্গে শীত অব্যাহত
    উত্তরবঙ্গে শীতের দাপট এখনও কাটেনি। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে সামান্য তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    কলকাতার আবহাওয়া
    আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কুয়াশার দাপট বজায় থাকবে।

    আবহাওয়া পরিবর্তনের কারণ
    রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যুক্ত হয়ে উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করেছে। পাশাপাশি, উত্তরপূর্ব বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এবং দক্ষিণবঙ্গে শীত বিদায়ের ইঙ্গিত মিলেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

     
  • Link to this news (আজ তক)