কলকাতা পুরসভায় এক সন্দেহভাজন যুবক আটক, তদন্তে পুলিস
বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভায় এক সন্দেহভাজন যুবক আটক। তার নাম শফিকুল ইসলাম। সূত্রের খবর, তার পাসপোর্টে সেই নামই লেখা রয়েছে। কিন্তু তার আধার কার্ড এবং ভোটার কার্ডে শফিকুল বিশ্বাস লেখা। সেখানেই দানা বাঁধছে রহস্য। পুরসভার নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, আজ, সোমবার দুপুরে ওই যুবক পুরসভার ভিতরেই বিভিন্ন জায়গায় ঘুরছিল। তখনই তাঁদের সন্দেহ হয়। মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই যুবকের দাবি, সে দুবাই থেকে এখানে এসেছে। কিছু নথি যাচাইয়ের কাজে সে পুরসভায় এসেছে। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে কোনও সঠিক কোনও তথ্য মেলেনি। এমনটাই দাবি নিরাপত্তা রক্ষীদের। সূত্রের খবর, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। আটক ওই যুবককে নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পুলিস আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন।