নিজস্ব প্রতিনিধি, কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে বাঘ ধরতে গিয়ে গুরুতর জখম হলেন এক বনকর্মী। সূত্রের খবর, চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আনা হচ্ছে। আজ, সোমবার সকালে মৈপীঠ কোস্টাল থানার নগেনাবাদ এলাকায় একটি বাগানে বাঘটিকে লুকিয়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় বন কর্মীদের একটি দল। সঙ্গে ছিলেন এলাকার বাসিন্দারাও। সেই সময় আচমকা বাগন থেকে বেরিয়ে বাঘটি বনকর্মীদের উপর হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঘটি প্রথমে এক বনকর্মীর ঘারে থাবা বসায় এবং তাঁর হাত কামড়ে ধরে। তবে কোনওক্রমে ওই বনকর্মী বেঁচে যান।
গতকাল, রবিবারই ফের মৈপীঠের নগেনাবাদ ৯ নম্বর মুলারঘাট এলাকায় বাঘের আতঙ্ক ছড়ায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে রাজকুমার সাপুই নামের এক স্থানীয় যুবক সাইকেল নিয়ে যাচ্ছিলেন। দুপুর সাড়ে তিনটে নাগাদ ৯ নম্বর মূলা শ্মশান ঘাট লাগোয়া জেটিঘাটের কাছে তিনি বাঘ দেখেন। আচমকা বাঘ দেখে আতঙ্কে সাইকেল ফেলে তিনি সেখান থেকে চম্পট দেন। এরপরই তৎপর হয় বনদপ্তর। কিন্তু আজ, সোমবার বাঘটিকে ধরতে গেলে এই বিপত্তি ঘটে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।