• ছাদ থকে পড়ে বিপত্তি, হাবড়ায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাবড়া: ছাদ থেকে পা পিছলে পড়ে গুরুতর জখম হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হাবড়ার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামে। আহত পরীক্ষার্থীর নাম শাবনুর বিশ্বাস। পরিবার সূত্রে খবর, এদিন সকালে সে ছাদে জমাকাপড় তুলতে গিয়েছিলেন। তাড়াহুড়োতে আচমকা পা পিছলে ছাদ থেকে সোজা নীচে পড়ে যায় শাবনুর। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই সে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তার মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। তবে তার অবস্থা স্থিতিশীল। কিন্তু বেশ আপাতত বেশ কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে। ফলে এবছর শাবনুরের আর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হবে না। এই ঘটনায় হতাশ শাবানুর এবং তার পরিবারের সদস্যরা। তাঁর পরিবারের কথায়, “মাধ্যমিকের জন্য মাসের পর মাস প্রস্তুতি নিয়েছিল শাবানুর। এরকম একটি দুর্ভাগ্যজনক ঘটনার ফলে এবার পরীক্ষা দেওয়া হল না।”
  • Link to this news (বর্তমান)