রবিবার বিকেলে এলাকার এক যুবক জেটি ঘাটের কাছে বসেছিলেন। সেই সময় একটি দেখতে পান তিনি। সেই কথা জানাজানি হতেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় বন দপ্তরের কাছে। বন দপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের কর্মীরা এলাকায় পৌঁছান। মৈপীঠ উপকূল থানাতেও খবর যায়।
সোমবার সকালে নলগোড়া বিট অফিসের বনকর্মীরা বাঘের খোঁজে বের হন। সেই সময়েই সর্ষের খেতের ভিতর থেকে আচমকা বেরিয়ে আসে বাঘটি। মুহূর্তের মধ্যে বনকর্মীদের সামনে এসে পড়ে সে। তারপর সোজা ঝাঁপিয়ে পড়ে বনকর্মী গণেশ শ্যামলের ঘাড়ে। সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যেরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন। তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঘটিকে লাঠি দিয়ে মেরেও সরানো যাচ্ছিল না। উল্টে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে সেটি। বহু চেষ্টার পর কোনওক্রমে তাঁকে উদ্ধার করে কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বনকর্মীদের মতে, বাঘটিকে নিয়ন্ত্রণে আনা খুব সহজ হবে না। তাকে ধরার একমাত্র উপায় ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা।