মৌমিতা চক্রবর্তী: মধ্য়রাত পর্যন্ত বৈঠকেও মিলল না সমাধানসূত্র। সিপিএমে জেলা কমিটি গঠনে এবার ভোটাভুটি! ১৬ ফ্রেরুয়ারি ভোটাভুটি হতে পারে। সূত্রের খবর তেমনই।
সব জেলাতেই সিপিএম সম্মেলন হয়ে গিয়েছে। তালিকায় সবার শেষে ছিল উত্তর ২৪ পরগনা। অশান্তির আশঙ্কাতেই এমন সিদ্ধান্ত বলে খবর। কিন্তু তাতেও অশান্তি আর এড়ানো গেল কই! বরং শুক্রবার প্রথমদিনেই জেলা সম্মেলনে খোদ জেলা সম্পাদক মৃনাল চক্রবর্তীকেই 'নন পারফরমিং' বলে তোপ দাগেন বেশিরভাগ সদস্যই। 'অসুস্থ, পারফরমেন্স নেই', তাহলে পদ আগলে বলে থাকবেন? এই প্রশ্ন তুলে ঝামেল বাঁধে।
এদিকে ৭৫ জেলার কমিটি গঠনে কথা থাকলেও, প্যানেলে নাম অতিরিক্ত ২৬-২৭ জনের! পরে অবশ্য সল্টলেক ও মধ্যমগ্রামে দুই নেতা বাদে সকলেই নাম প্রত্য়াহার করে নেন। কামারহাটির নেতা মানস মুখোপাধ্যায় বলেন, 'এত বছর ধরে সিপিএম করছি। এখন ভোটাভুটিতে অংশ নেওয়া আমরা জন্যই অসম্মানজনক'। রাজারহাটে এক নেতার আবার প্রশ্ন, 'চব্বিশ ঘন্টার প্রতিনিধিকে দলের অন্দরের খবর কে দিয়ে দিচ্ছেন'?
এরিয়া কমিটিগুলি থেকে কারা জেলা কমিটিতে আসবেন? নাম চুড়ান্ত করতে শুক্রবার দুপুরে বৈঠকে বসেন জেলা সম্পাদমণ্ডলীর সদস্যরা। তারপর থেকে শনিবার রাত পর্যন্ত তিনবার জেলা কমিটি এবং ফের একবার বৈঠক করেছে সম্পাদকমণ্ডলী। তবু কোনও সমাধান সূত্রেই পৌঁছনো যায়নি।