জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী তো বটেই, নজরদারি শিক্ষকরাও সঙ্গে মোবাইল রাখতে পারবেন না। এই শিক্ষকদেরকেও মোবাইল জমা রাখতে হবে পরীক্ষাকেন্দ্রের সুপারভাইজারের কাছে। পরীক্ষা চলাকালীন কোনও নজরদারি শিক্ষকের কাছে মোবাইল রয়েছে বলে জানা গেলে শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, জেলায় এবারেও ছাত্রীর সংখ্যা ছাত্রের তুলনায় বেশি।
গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পরীক্ষাকেন্দ্রের সংখ্যা কমেছে পাঁচটি। গতবার ছিল ৬০টি পরীক্ষাকেন্দ্র। পর্ষদ সূত্রে আরও জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসল অ্যাডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী এবং নজরদারী শিক্ষকদের মোবাইল রাখা নিষিদ্ধ করা হয়েছে। নজরদারি চালানো হবে পরীক্ষাকেন্দ্রের বাইরেও।
সকাল ১০:৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু। চলবে দুপুর দুটো পর্যন্ত। তবে পরীক্ষার্থীরা সকাল ৯:৩০ টা থেকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়েছে। রাজ্যের মোট ২৬৮৩ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী নয় লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। তার মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী পরীক্ষা দেবে। প্রায় ৬২ হাজার পরীক্ষার্থী এ বছর বেড়েছে বলেই জানা গেছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে।
মালবাজার ব্লকের অন্তর্গত মোট সাতটি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়েছে। মালবাজার শহরে পাঁচটি এবং ওদলাবাড়িতে দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা। মালবাজার শহরের মাল আদর্শ বিদ্যাভবন, সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়, আনন্দ বিদ্যাপীঠ, পুষ্পিকা হিন্দি উচ্চ বালিকা বিদ্যালয়, বি এল হিন্দি উচ্চ বিদ্যালয়, ওদলাবাড়ি হিন্দি উচ্চ বিদ্যালয়, এবং ওদলাবাড়ি বয়েজ স্কুলে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র করা হয়েছে।
মাল ব্লকের মাল আদর্শ বিদ্যাভবনকে মাধ্যমিক পরীক্ষার প্রধান ভেনু করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুলিস প্রশাসনের উদ্যোগে। পুলিশ প্রশাসনের তরফে রবিবার রাতে মালবাজার শহর সহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ২০০ মিটারের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা বলবৎ থাকছে বলেও জানা গেছে পুলিস প্রশাসন সূত্রে।
এদিন সকাল থেকেই মালবাজার থানার পুলিস এবং ট্রাফিক পুলিস শহর-সহ পার্শ্ববর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র গুলির সামনেও কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার মতো দার্জিলিং জেলাতেও শুরু হলো ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। এবছর উত্তরবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৩৬৯০ জন। ৪২ টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে বলে জানান দার্জিলিং জেলার সমতলের মধ্যশিক্ষা পর্ষদের কনভেনার সুপ্রকাশ রায়। স্পর্শকাতর বুথ শিলিগুড়িতে নেই বলেই জানান তিনি। তবে পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজরদারি চালবে পর্ষদের তরফে।