• কালনার মেয়ের স্বর্ণপদক জয়! পেলেন এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্রও...
    ২৪ ঘন্টা | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সঞ্জয় রাজবংশী: অদম্য ইচ্ছাকে কখনো দমাতে পারে না অভাব। ইতিহাসও সাক্ষী আছে এই কথার। এমনই এক অদম্য ইচ্ছার গল্পকে চাক্ষুষ করা গেল সাতগেছিয়ার সাথী মণ্ডলের সৌজন্যে। অভাবও দমাতে পারেনি তাঁকে। যোগা প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক জয় করেছেন তিনি। ২০২৬ সালে দেশের হয়ে জাপানে যাওয়ার ছাড়পত্র পেল কালনার দরিদ্র পরিবারের সাথী মণ্ডল। 

    ২০২৫ এর ৩১ জানুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডে আয়োজিত 'ন্যাশনাল গেমসে ট্র্যাডিশনাল যোগাসনে রুপো ও রিদমিক পেয়ার বিভাগে সোনা জিতে বাড়ি ফিরলেন কালনা ২ ব্লকের পূর্ব সাতগেছিয়ার সাথী মণ্ডল। জাতীয় স্তরের এই খেলায় স্বর্ণপদক পাওয়ার পরই তিনি ২০২৬ সালে জাপানে আয়োজিত হওয়া এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করে ফেলেছেন। এদিন সাথী বাড়ি ফিরে আসার পর তাঁকে বিভিন্ন মহল থেকে সংবর্ধনা জানানো হয়। সাথীর বাবা শ্যামল মণ্ডল পেশায় টোটোচালক। তিনি বলেন মেয়ের সাফল্যে আমি খুবই গর্বিত। সাথীর মা রূপালি মন্ডল কালনার একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করেন। এদিন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই ঘোষণা করেছেন জাতীয় স্তরে খেলাধুলায় যারা স্বর্ণপদক পাবে তাদের ৩ লক্ষ টাকা ও একটি চাকরি দেওয়া হবে। আমরা এখন সেই আশাতেই রয়েছি। মুখ্যমন্ত্রীর ঘোষণার মতন আমার একমাত্র মেয়ে যদি একটি চাকরি পায় তাহলে আমাদের দুঃখের দিন কিছুটা হলেও ঘুচবে। 

    উল্লেখ্য, সম্প্রতি মাকে সঙ্গে নিয়ে ন্যাশনাল গেমসে যোগদানের জন্য উত্তরাখণ্ডের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন সাথী। রবিবার ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতাতে রুপো জিতেছে তিনি। এরপর 'রিদমিক পেয়ার' বিভাগের খেলা হয় এবং সেখানেও সোনা জিতেছেন তিনি। সাথী এ দিন বলেন, এই সাফল্যে আমি খুবই খুশি। আমার এখন আগামী দিনের স্বপ্ন, ২০২৬ সালে জাপানে  অনুষ্ঠিত এশিয়ান গেমসে যোগদান করা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত সরকার যদি আমার দল পাশে একটু দাঁড়ায় তাহলে আমি ও আমার পরিবার খুবই উপকৃত হয়। এখানে বলে রাখা ভালো আগেও 'খেলো ইন্ডিয়া'- সহ বহু প্রতিযোগিতায় পদক জিতেছেন সাথী। এই সাফল্যের সুবাদে ২০২৬ সালে জাপানে আয়োজিত এশিয়ান অন গেমসেও যোগ দেবেন সাথী। সাথীর এই সাফল্যের উচ্ছ্বসিত তাঁর গোটা পরিবার। 

     

  • Link to this news (২৪ ঘন্টা)