• মেয়রের দুয়ারে অনুপ্রবেশকারী! কলকাতা পুরসভায় বাংলাদেশি সন্দেহে আটক যুবক...
    ২৪ ঘন্টা | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • রক্তিমা দাস: গত কয়েক সপ্তাহ খাস কলকাতায় ধরা পড়েছে একাধিক বাংলাদেশে অনুপ্রবেশকারী। এবার বাদ গেল না কলকাতা পুরসভাও! মেয়রের ঘরেরর সামনে থেকে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে কলকাতা পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, সে বাংলাদেশি।

    পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন ২ বেজে ২০ মিনিট। আজ, সোমবার দুপুরে পিছনের গেট দিয়ে পুরসভা ভবনে ঢুকে পড়ে এক ব্যক্তি। এরপর সোজা উপরে মেয়রের ঘরে সামনে চলে যান তিনি। সেখানে ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুরসভার নিরাপত্তারক্ষীদের। পাকড়াও করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। 

    ওই ব্যক্তির দাবি, তিনি দুবাইয়ে কাজ করতেন তিনি। নথিপত্র যাচাইয়ের জন্য পুরসভায় এসেছেন তিনি। বস্তুত, পাসপোর্ট ও আধার কার্ডও দেখান। কিন্তু সরকারি ওই দুই নথিতে নামের কোনও মিল নেই। পাসপোর্টে ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম বিশ্বাস। আবার আধার কার্ডে রফিকুল ইসলাম! এরপরই ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিসের অনুমান, পাসপোর্ট ও আধার কার্ড দুটোই ভুয়ো। ওই ব্যক্তি বাংলাদেশি। নিউ মার্কেট থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    এদিকে এই ঘটনার প্রশ্নের মুখে কলকাতা পুরসভার নিরাপত্তা। মেয়র ঘর ও লাগোয়া এলাকায় চট করে কেউ ঢোকা যায় না। যদি কেউ মেয়রের ঘরের যেতে চান, তাহলে রীতিমতো নথিপত্র খতিয়ে দেখা হয়। এমনকী, কেন মেয়রের কাছে যেতে চান, সে কারণও জানতে হয়। তাহলে ওই ব্যক্তি দিনেদুপুরে সকলে নজরে এড়িয়ে কীভাবে মেয়রের ঘরের সামনে পৌঁছে গেলেন? প্রশ্ন ওঠেছে।

  • Link to this news (২৪ ঘন্টা)