মালদহে ফের অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি! সরকারি জমি দখল রুখতে গিয়ে আক্রান্ত স্থানীয়রা
প্রতিদিন | ১০ ফেব্রুয়ারি ২০২৫
বাবুল হক, মালদহ: সরকারি খাসজমি দখল করার চেষ্টা স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। এলাকার বাসিন্দারা সেই কাজে প্রতিবাদ করলে তাঁদের উপর হামলা চালানো হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে মালদহ জেলার কোতয়ালি অঞ্চলের নিমাসরাই এলাকায়। সোমবার সকালে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ক্লাবের সদস্যদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহানন্দা নদীর পাশেই রয়েছে ওই সরকারি খাসজমি। ওই এলাকাতেই দীর্ঘদিন ধরে রয়েছে হ্যাপি নামে একটি ক্লাব। অভিযোগ, ওই ক্লাবের পক্ষ থেকে ওই সরকারি খাসজমির জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরে। তাই নিয়ে স্থানীয়রা প্রতিবাদও জানাচ্ছিলেন। গতকাল রাতে ওই ঘটনা নিয়েই ফের বিবাদ দেখা দেয়। ক্লাবের কয়েকজন সদস্য ভানু মহলদার নামে এক স্থানীয়ের বাড়িতে চড়াও হন। ভানু-সহ পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করা হয়।
ওই যুবকদের সঙ্গে আগ্নেয়াস্ত্র, ভোজালি ছিল। সেসব দেখিয়ে আক্রান্তদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয়দের অনেকে বাধা দিলে তাঁদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সোমবার সকাল থেকে ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই হ্যাপি ক্লাবে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও ভোজালি। বাবু শেখ নামে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় রাতে মদ-জুয়ার আসর বসে বলে অভিযোগ। প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ক্লাব কর্তৃপক্ষ।