• কলকাতা পুরসভায় মেয়রের ঘরের সামনে ঘোরাঘুরি ‘বাংলাদেশি’ যুবকের! নেপথ্যে কোন ছক?
    প্রতিদিন | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভায় মেয়রের ঘরের সামনে ইতস্ততভাবে ঘোরাফেরা করছিলেন এক যুবক। নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই তুলকালাম কাণ্ড। ঘটনাস্থল থেকেই বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করা হয়েছে।

    গতবছরের আগস্ট মাস থেকে অশান্ত বাংলাদেশ। আর ফলে বেড়েছে অনুপ্রবেশ। প্রায় সকলেই কোনওরকমে প্রাণ হাতে নিয়ে ভারতে আসতে চাইছেন। এদিকে অনুপ্রবেশ রুখতে কড়া কেন্দ্র। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। ফলে বহু বাংলাদেশি গ্রেপ্তারও হয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার সকালে পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে ঘুরতে দেখা যায় এক যুবককে। তাঁর আচরণে সন্দেহ হয় পুরসভার নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে যুবককে পাকড়ও করা হয়। তাঁর সঙ্গে থাকা পাসপোর্টে দেখা যায় নাম রফিকুল। কিন্তু আধার ও ভোটার কার্ডে নাম রয়েছে শফিকুল বিশ্বাস। এতেই সন্দেহ গাঢ় হয় নিরাপত্তারক্ষীদের। আটক করা হয় যুবককে। নিয়ে যাওয়া হয় নিউমার্কেট থানায়।

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবক বাংলাদেশের বাসিন্দা। কোনও ছক কষেই হাজির হয়েছিলেন মেয়রের ঘরের সামনে। কিন্তু ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। ধৃতকে জেরা করে ঘটনার রহস্যভেদের চেষ্টায় পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)