বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় রাজ্যপাল, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষ
প্রতিদিন | ১০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতি মেনে বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার দুপুরে ঘড়ির কাঁটায় পৌনে দুটো নাগাদ পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়। বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশংসা করলেন রাজ্যপাল।
নবান্ন-রাজভবনের সংঘাত নতুন নয়। একাধিক ইস্যুতে সরাসরি আক্রমণ, পালটা আক্রমণের পথে হেঁটেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। যার জেরে গত বছর বাজেট অধিবেশনের সূচনা ভাষণ দিতে যাননি রাজ্যপাল। তাঁকে ছাড়াই শুরু হয়েছিল অধিবেশন। কিন্তু এবছর রীতি মেনে বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা ভাষণ রাখলেন তিনি। সেখানেই বিজিবিএসের প্রশংসা করেন সিভি আনন্দ বোস। বলেন, “সাফল্যের সঙ্গে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগে যা প্রস্তাব মিলেছে তা বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান বাড়বে।”
এখানেই শেষ নয়। এদিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও প্রশংসা করলেন রাজ্যপাল। তিনি বলেন, “আমি গর্বিত, দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ইদ, বড়দিন, বুদ্ধজয়ন্তী, গুরুনানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী, ছট পুজো, গঙ্গাসাগর মেলা-সহ সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।” উল্লেখ্য, রাজ্যপাল বহুবার রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন থেকে সন্দেশখালি ইস্যু, বারবার রাজ্যপালের নিশানায় ছিল রাজ্যের আইনশৃঙ্খলা। তবে কার্যত অপ্রত্যাশিতভাবেই এদিন তাঁর মুখে তৃণমূল সরকারের নানা দিকের এই প্রশংসায় একাধিক প্রশ্ন তুলছে বিরোধীরা।