• কাউকে দরকার নেই, একা লড়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূল: মমতা
    হিন্দুস্তান টাইমস | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • আসন্ন বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরব। সোমবার বিধানসভার অধিবেশন শুরুর আগে বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে এমনই প্রত্যয় শোনা গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। যাবতীয় বিভেদ ভুলে দলীয় বিধায়কদের বিধানসভা ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে বললেন তিনি। দিল্লি ভোটের ফলের পর যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে যখন দলের অন্দরেই দোলাচল তৈরি হয়েছে তখন মমতার এই মন্তব্যকে ভোকাল টনিক বলে দাবি করছেন অনেকেই।

    এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লির ভোটে কংগ্রেস আপের সঙ্গে গেলে এই ফল হত না। আপও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। তবে পশ্চিমবঙ্গে আমাদের কাউকে চাই না। আপনারা বিভেদ দ্বন্দ ভুলে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ুন। আমরা আবার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরব।’

    তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে নেহাত কথার কথা বলে মানতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ যে যতই দুর্নাম করুক, মানুষের মন বুঝতে যে মমতার জুড়ি নেই সেকথা সবাই এক কথায় মেনে নেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যখন সবাই তৃণমূলের ভরাডুবির পূর্বাভাস দিয়েছিলেন তখনও জয়ের ব্যাপারে প্রত্যয়ী ছিলেন মমতা। এর আগে একাধিক নির্বাচনে মমতা ম্যাজিক অব্যহত থেকেছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দিল্লি ভোটের আপের পরাজয়ে তৃণমূলের একাংশের মধ্যে প্রত্যয়ের অভাব দেখা দিতে পারে। তাই নিজেই আগাম ভোটের ফল জানিয়ে দলের বিধায়কদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করলেন তৃণমূলনেত্রী।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)