• আমিই দলে শেষ কথা, ফের একবার বিধায়কদের মনে করাতে হল মমতাকে
    হিন্দুস্তান টাইমস | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • তৃণমূলের সংগঠনে শেষ কথা তিনিই। তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের আগে বিধায়কদের ফের একবার সেকথা মনে করিয়ে দিতে হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে পরিষদীয় বিষয় নিয়ে তোমন কোনও আলোচনাই হয়নি। বিধানসভায় বসে বরং আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিধায়কদের এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে বলেছেন তৃণমূলনেত্রী। 

    এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলে কোনও গ্রুপবাজি মানব না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই এসব গ্রুপবাজি দূরে রেখে সংগঠনে মন দিন। পুরনো কর্মীদের কাছে যান। তাদের সক্রিয় করুন। আর মনে রাখবেন, সংগঠনে আমিই শেষ কথা। মুখ্যমন্ত্রী বিধায়কদের আরও বলেন, ‘মহারাষ্ট্রে ও বিহারে অনলাইন ভোটার প্রক্রিয়ায় অনেক জালিয়াতি করেছে বিজেপি। সেই জালিয়াতি রুখে দিতে হবে বাংলায়।’

    মমতার মন্তব্য কটাক্ষ করেছে বিজেপি। দলের মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, আমরা সবাই জানি তৃণমূল মানে মমতা। বিধায়কদের সামনে যখন মমতাকেই বলতে হচ্ছে সংগঠনে তিনিই শেষ কথা, তার মানে সংগঠনের ওপর তাঁর নিয়ন্ত্রণ চলে গিয়েছে। তৃণমূল তো কোনও দল নয়। তৃণমূল হল মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর আসেপাশে কিছু কাটমানিখোরের সমাহার। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার একথা বলেছেন। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেওয়ার পরেও তাঁকে দলের সর্বোচ্চ নেত্রী বলে মানছেন না কেউ কেউ? অন্য কারও নির্দেশে সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল কংগ্রেসে মমতারই আর কোনও দাম নেই। এতবার করে মমতাকে একই কথা বলতে হচ্ছে মানে তিনি তৃণমূলে আর শেষ কথা নন। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)