• সাঁকরাইলে ট্রেন অবরোধ, বাড়ি ফেরার পথে চরম ভোগান্তি যাত্রীদের
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ভোগান্তি। দক্ষিণ পূর্ব শাখার সাঁকরাইল স্টেশনে রেল অবরোধ। ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ হকার সংগঠনের সদস্যদের। যার জেরে দক্ষিণ পূর্ব শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে খবর। সোমবার বাড়ি ফেরার পথে চরম ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। পরে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়।

    সূত্রের খবর, রেল পুলিশের তরফে বেশ কয়েক জন হকারকে জরিমানা করা হয়। আর তারই প্রতিবাদে এ দিন সন্ধ্যায় রেল লাইনে নেমে প্রতিবাদ জানান হকার সংগঠনের সদস্যরা। পরে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর সেকশনের সাঁকরাইল স্টেশনে বেআইনি ভেন্ডারদের রেলের তরফে বাধা দেওয়া হলে রেললাইনে নেমে বিক্ষোভ দেখান।

    তিনি জানান, এর জেরে ১০-১৫ মিনিট ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। পরে রেলের আধিকারিকরা তাঁদের সেখান থেকে বুঝিয়ে সরিয়ে দিলে, রেল পরিষেবা স্বাভাবিক হয়। এ দিকে ভরসন্ধ্যায় অফিস বা কর্মস্থল থেকে যাঁরা বাড়ি ফিরছিলেন, ভোগান্তিতে পড়েন তাঁরা। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় অনেকটা সময় পথেই আটকে থাকতে হয়। ভিড় বাড়তে থাকে প্ল্যাটফর্মগুলিতে।

  • Link to this news (এই সময়)