নারকেলডাঙায় খালপাড়ের বস্তিতে শনিবার রাতের অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় একজনের। রবিবার ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র চলে যেতেই তুমুল অশান্তি শুরু হয় এলাকায়। সেই ঘটনায় এলাকার কাউন্সিলরের নামে এফআইআর দায়ের হলো। কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন কুমার সিংয়ের নামে এফআইআর দায়ের হয়েছে নারকেলডাঙা থানায়।
শনিবার রাতে নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন লাগে। একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। মৃত্যু হয় একজনের। রবিবার ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি সেখান থেকে চলে যেতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নারকেলডাঙা বস্তি এলাকা।
দু’পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। চেয়ার ভাঙচুর থেকে হাতাহাতি, বাদ যায়নি কিছুই। অভিযোগ ওঠে, শচীন ও তাঁর দলবলের সঙ্গে বিরোধী হায়দার-পাপ্পু খান গোষ্ঠীর মারামারি শুরু হয়। সেই ঘটনায় নারকেলডাঙা থানায় দু’টি অভিযোগ দায়ের হয় বলে খবর। একটি হায়দাররা দায়ের করে বলে জানা গিয়েছে। তৃণমূল কাউন্সিলর শচীন কুমার সিংয়ের নাম রয়েছে সেই অভিযোগপত্রের একেবারে প্রথমে। এ ছাড়াও আরও পাঁচজনের নামে অভিযোগ করা হয়।
অভিযোগপত্রে লেখা হয়, কাউন্সিলরের অনুগামীরা রড নিয়ে হামলা চালায়। একজন মাথায় আঘাত পান। এ প্রসঙ্গে শচীন কুমার সিংয়ের বক্তব্য, ‘আমাকে বদনাম করার জন্যই এ সব করা হচ্ছে। মানুষের পাশে থাকব বলেই রাজনীতিতে আসা।’ পাল্টা কাউন্সিলরের অনুগামীদের তরফেও থানায় অভিযোগ দায়ের করা হয় বলে খবর। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, পাল্টা-অভিযোগ সরগরম নারকেলডাঙা এলাকা।