• ম্যাকাউটে পাঁচতলা থেকে মরণঝাঁপ ছাত্রীর, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তুলে অবস্থানে সহপাঠীরা
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি বা ম্যাকাউট-এর পাঁচতলা থেকে মরণঝাঁপ ছাত্রীর। সোমবার বিকালে এই ঘটনা ঘটেছে বলে খবর। মৃত ছাত্রীর নাম সায়নী সেন (২৪)। এমটেকের ছাত্রী ছিলেন তিনি। বাড়ি দুর্গাপুরে। এ দিকে এই ঘটনার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বসে পড়েন ছাত্র ছাত্রীরা। এই ঘটনায় এখনও উপাচার্য, রেজিস্ট্রারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

    জানা গিয়েছে, সোমবার ওই ছাত্রীর পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে আসার পরই হস্টেলের পাঁচতলা থেকে ঝাঁপ দেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হরিণঘাটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

    এ দিকে এই ঘটনার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পথঅবরোধ করেন ম্যাকাউটের পড়ুয়ারা। প্রথমে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেড় ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের তুলে দিলে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বসে পড়েন।

    ছাত্রদের দাবি, ওই ছাত্রীর দেহটি দীর্ঘক্ষণ পড়ে ছিল। কর্তৃপক্ষ কোনও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেনি। অভিযোগ, বাধ্য হয়ে ওই ছাত্রীকে টোটোয় করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে ডাক্তাররা জানান, ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। ছাত্রদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স রাখার দাবি তাঁদের দীর্ঘদিনের। কিন্তু কর্তৃপক্ষ কোনও কর্ণপাতই করেনি। ছাত্রস্বার্থ সুরক্ষার ক্ষেত্রে কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ তোলেন পড়ুয়ারা।

  • Link to this news (এই সময়)