বোলপুরের বাঁধগোড়ায় একটি বহুতলে ভয়াবহ আগুন। সোমবার সন্ধ্যায় এই আগুন লাগার ঘটনা ঘটে। সূত্রের খবর, ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এলাকায় অগ্নিসংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনও ভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, একেবারে নীচের তলায়, যেখানে মিটার বক্স, গাড়ি রাখার জায়গা, তা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আগুন ছড়িয়ে দোতলা অবধি পৌঁছয়। ভয়ে ছোটাছুটি শুরু করে দেন আবাসিকরা। অনেকে ভিতরেই আটকে পড়েন বলে এলাকা সূত্রে খবর।
এর পর প্রায় ৬০ জনকে বের করে আনা হয় আবাসন থেকে। ১০-১২ জন আহত হয়েছেন বলে এলাকার লোকজনের দাবি। পুলিশ, এসডিপিও, বোলপুর থানার আইসি ঘটনাস্থলে আসেন। আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, সন্ধ্যা ৬টা ২০ নাগাদ তাঁদের কাছে আগুন লাগার খবর যায়। তড়িঘড়ি দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। ২৬টি ফ্ল্যাট রয়েছে এই আবাসনে। সেখানকার প্রায় ৬০ জনকে উদ্ধার করে দমকলের টিম। বেশ কয়েকজন আগুনে পুড়ে আহত হয়েছেন। ৫ জনকে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয়।