• ফের কলকাতায় বিধ্বংসী আগুন, বিকট শব্দে ফাটল সিলিন্ডার
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ফের কলকাতায় অগ্নিকাণ্ড। এ বার তারাতলার সিপিটি কলোনিতে লাগল আগুন। সোমবার সন্ধ্যায় ওই এলাকার বেশ কয়েকটি ঝুপড়িতে আগুন লাগে। সম্প্রতি নারকেলডাঙার বস্তিতেও বিধ্বংসী আগুনে লেগেছিল। সেই আতঙ্কই উসকে দিল এ দিন তারাতলার আগুন।

    সোমবার সন্ধ্যার আগুনে কলোনির একাধিক ঝুপড়ি ভ্স্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকায় যায় দমকল বাহিনী। আগুন নেভাতে দমকলকর্মীদের সঙ্গে কাজ করেছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও। আগুন লাগার খবর পেয়ে এ দিন এলাকায় গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

    কেন লাগল আগুন?

    স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এ দিন আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা সামনে আসে। একের বেশি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার মিনিট দশেকের মধ্যে এলাকায় পৌঁছনো গিয়েছে বলে জানিয়েছে দমকল। ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছে, রাতের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রের খবর। জনবসতিতে আগুন লাগলেও কোনও হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। তবে একাধিক বাড়ি পুড়ে যাওয়ায় মাথার ছাদ হারিয়েছেন বেশ কিছু মানুষ। বাড়ির ভিতরের একাধিক জিনিসপত্রও পুড়ে গিয়েছে।

  • Link to this news (এই সময়)