• বেড়াতে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন, দু’দিন ধরে ফোন বন্ধ, খোঁজ নেই চুঁচুড়ার যুবকের
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • বেড়াতে যাচ্ছেন বলে শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন চুঁচুড়ার যুবক। স্ত্রীর সঙ্গে এক বার কথাও বলেন ফোনে। এর পর থেকে বারবার ফোন সুইচড অফ বলছে। শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত খোঁজ মেলেনি চুঁচুড়ার শুঁড়িপাড়া ঝাঁকিমাঝি লেনের অমিতাভ শীলের। উদ্বেগে বাড়ির লোকজন। সোমবার চুঁচুড়া থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন বাড়ির লোকজন।

    অমিতাভের স্ত্রী শ্রেয়া শীল জানান, তাঁর স্বামী বেসরকারি এক জীবনবিমা সংস্থার কর্মী। শনিবার দুপুরে বাড়ি থেকে বেরোন অমিতাভ। মাকে বলেছিলেন ঘুরতে যাচ্ছেন। এর পর বিকালের দিকে একবার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। সন্ধ্যার পর থেকে ফোন বন্ধ। রবিবার দিনভর ফোনের সুইচ বন্ধ ছিল। সোমবারও সকাল থেকে যোগাযোগ করা যায়নি।

    শ্রেয়া জানান, প্রায়ই অমিতাভ এ রকম বেড়াতে যান। রাতে বাড়ির বাইরেও থাকেন। এ বারও ভেবেছিলেন তেমনই কিছু। চার্জ না থাকার কারণে হয়তো ফোন বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু রবিবার সারারাত ফোন বন্ধ থাকায় সন্দেহ হয়। সোমবার সকালে থানায় যান তিনি।

    অমিতাভের ভাই সুরজিত শীল জানান, অফিসের ব্যাগ, ল্যাপটপ নিয়ে বেরিয়েছেন দাদা। তাঁরা ভেবেছিলেন, সোমবার হয়তো সোজা অফিসে যাবেন। কিন্তু না যাওয়ায় থানায় মিসিং ডায়েরি করেন। অমিতাভের ভাই জানান, বাড়িতে কারও সঙ্গে কোনও ঝামেলা হয়নি। বৌদির সঙ্গেও অশান্তি হয়নি।

    তা হলে কোথায় গেলেন অমিতাভ? মোবাইলের ফোনের লোকেশন-সহ অন্যান্য বিষয়গুলি মাথায় রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)