• পোটবা সমবায় নির্বাচনে তৃণমূলের জয়জয়কার, খাতা খুলতে পারল না বিজেপি ...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: সম্প্রতি রাজধানী দিল্লি দখল করেছে বিজেপি। সেই আবহেই বাংলায় সমবায় নির্বাচনে জোড়া ফুলের দাপট অব্যাহত। সমবায়ের ১২ টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। 

    আপকে হারিয়ে দিল্লির সরকার দখল করেছে বিজেপি। তারপর থেকেই বাংলার জেলায় জেলায় বিজেপি সমর্থকদের আনন্দ উল্লাস অব্যাহত। সেই আবহেই রবিবার অনুষ্ঠিত হয় পান্ডুয়ার সিমলাগর ভিটামিন পঞ্চায়েতের পোটবা সমবায় সমিতি লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন। সমবায়ের মোট ১২টি আসন। প্রার্থী দিয়েছিল বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। ভোট দাতার সংখ্যা ছিল ৮৩৩ জন। ভাগ্য নির্ধারিত হল ৩৬ জন প্রার্থীর। 

    কড়া পুলিশি পাহারায় পোটবা প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলে বিকেল তিনটে পর্যন্ত। নির্বিঘ্নে সম্পূর্ণ হয় ভোটগ্রহণ। গণনা শেষ হতে রাত হয়ে যায়। তবে গণনার শুরু থেকেই বাম ও বিজেপি প্রার্থীদের পিছনে রেখে এগিয়ে থাকেন তৃণমূল প্রার্থীরা। একের পর এক তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করতে থাকেন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী সমবায়ের সব আসনেই জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা। 

    খাতা খুলতে পারেননি বাম ও বিজেপির কোনও প্রার্থী। এই প্রথম পোটবা সমবায় সমিতিতে নির্বাচন হল। আগে সমঝোতার মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া চালানো হত। সমবায়ের প্রথম নির্বাচনের ফলাফল ঘোষণার পর এদিন রাতেই আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। 

    সমবায়ের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রবীর পান্ডে জানিয়েছেন, চারটি বুথে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। ওই সমবায়ে প্রথম ভোট হল। ১২ আসনে মোট ৩৬ জন নমিনেশন জমা দিয়েছিলেন। জয় প্রসঙ্গে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম বলেছেন, সব আসনেই জয়লাভ করেছে তৃণমূল। সিপিএম, বিজেপি একটি আসনও পায়নি। বাংলার বাইরে কী হচ্ছে, সেটা তাঁদের বিষয় নয়। বাংলার জন্য মমতা ব্যানার্জির সরকার মানুষের জন্য যে পরিষেবা, প্রকল্প পৌঁছে দিয়েছে, ফলে কোনও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ধারে কাছে আসতে পারবে না। এই ফলাফল তারই নজির। ভোটদাতাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

    ছবি পার্থ রাহা
  • Link to this news (আজকাল)