জঙ্গল লাগোয়া উচ্ছে ক্ষেতে লুকিয়ে রয়েছে বাঘ, চারধার ঘিরে ঘুমপাড়ানি বন্দুক হাতে তৈরি বনকর্মীরা ...
আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
বিভাস ভট্টাচার্য: উচ্ছে ক্ষেতে লুকিয়ে রয়েছে বাঘ। ঘেরার কাজ শুরু করল বন দপ্তর। ক্ষেতের চার ধার দিয়ে জাল দিয়ে আটকানোর কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার বন বিভাগের এক পদস্থ আধিকারিক।
ওই আধিকারিক বলেন, 'বাঘ নদীবাঁধের কাছে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের কাছেই একটি উচ্ছে ক্ষেতের মধ্যে লুকিয়ে রয়েছে। আমরা গোটা ক্ষেত জাল দিয়ে ঘিরে ফেলছি। পরবর্তী পদক্ষেপ আলোচনার মাধ্যমে স্থির করা হবে।'
রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রান) দেবল রায় বলেন, 'বাঘটিকে যাতে প্রয়োজনে ঘুম পাড়ানো যায় সেজন্য বন দপ্তরের তরফে ঘুম পাড়ানি গুলি ও বন্দুক নিয়ে সকালেই ঘটনাস্থলে লোক পৌঁছে গিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাঘটি উচ্ছে ক্ষেতের মধ্যেই লুকিয়ে আছে বলে জেনেছি। ঘটনাস্থলে জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার ও অন্যান্য আধিকারিক ও কর্মীরা আছেন।'
সুন্দরবনের একেবারেই লাগোয়া জায়গা মৈপীঠ। মাঝেমাঝেই এই এলাকায় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে ঢুকে পড়ে। ফলে বাঘ নিয়ে সর্বদাই আতঙ্কে থাকেন এই এলাকার লোকজন। সোমবার সকালে বাঘের সঙ্গে বন কর্মীদের লড়াইয়ে আহত হন গণেশ নামে একজন বনকর্মী। বাঘের কবল থেকে তাঁকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় তাঁর সহকর্মীদের। রীতিমতো লড়াই করে সহকর্মীকে উদ্ধার করেন অন্যান্য কর্মীরা। এরপরেই বাঘ ওই এলাকা ছেড়ে জঙ্গলের কাছে একটি উচ্ছে ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে।