পড়ুয়াদের কাছে মাধ্যমিক পরীক্ষা স্মরণীয় করার জন্য যা করার করতে পেরেছি, জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি
আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া ভোটের পরে মাধ্যমিক পরীক্ষা ভালো হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পরিষেবা দেওয়া এবং পরীক্ষা স্মরণীয় করে রাখতে আমাদের যা যা করণীয় আমরা সব করেছি। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হল পরিদর্শনে এসে এমনটা জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি।
সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন উত্তর ২৪ পরগনার মাইকেল নগর শিক্ষা নিকেতনে আসেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এরপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আলিপুরদুয়ারে একটি পরীক্ষা কেন্দ্রে মোবাইল উদ্ধার হয়েছে। কলকাতায় একটি ফেক অ্যাডমিট কার্ড ধরা পড়েছে। একটি জায়গায় বোনের জায়গায় দিদি পরীক্ষা দিতে এসেছিল। তাকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে।|"
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলির দাবি, সব জায়গায় সঠিক সময় প্রশ্নপত্র পৌঁছেছে। পরীক্ষার্থীরাও সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। কোথাও অসুবিধা হয়নি। সব স্কুল দক্ষতার সঙ্গে কাজ করেছে। একই সঙ্গে তিনি বলেন, "মাধ্যমিক পরীক্ষা স্মরণীয় করে রাখার জন্য আমাদের যা যা করণীয় করতে পেরেছি। আশা করছি 22 তারিখ পর্যন্ত ভালোভাবেই পরীক্ষা হবে।"