একই রাতে ঘটে গেল দুটি পথ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু দুই যুবকের...
আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
মিল্টন সেন: একই রাতে দুটি ভিন্ন জায়গায় দুটি পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে দুই যুবকের। গুরুতর আহত দুই মহিলা। জানা গিয়েছে, একটি দুর্ঘটনা ঘটেছে তারকেশ্বর এবং অপরটি হরিপালে। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ডানকুনি-আরামবাগ ২৬ নম্বর রোডের ওপর হরিপালের সরাই মনসাতলা এলাকায়। দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি বাইক। বাইকে ছিল আরও একজন। পুলিশের উদ্যোগে দুজনকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃত দুই যুবক শেখ মহসিন(২৪) এবং শেখ মফিজুল(২৫। জানা গিয়েছে, দুই যুবকের বাড়িই তারকেশ্বর থানার অন্তর্গত পিয়াসারা এলাকায়। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে বৈদ্যবটি-তারকেশ্বর ১২ নম্বর রোডের তারকেশ্বরের বালিগরী এলাকায়। এক মহিলা সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি লরি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় ওই মহিলাকে আরামবাগ মহকুমা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।