• এসে পৌঁছল না অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না তিন পরীক্ষার্থীর...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অ্যাডমিট কার্ড না আসায় পরীক্ষা দিতে পারল না তিন পরীক্ষার্থী। এদের মধ্যে দুই পরীক্ষার্থী শুভজিৎ খাঁ এবং দীপ মণ্ডল উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের রানিহাটি উচ্চ বিদ্যালয়ের এবং আরেক পরীক্ষার্থী সঞ্চিতা বিশ্বাস নিউ বনগাঁ গার্লস স্কুলের বলে জানা গিয়েছে। তাদের অভিযোগ, স্কুল শিক্ষকদের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। যার জন্য তাদের একটা বছর নষ্ট হয়ে গেল। 

    জানা গিয়েছে, অ্যাডমিট কার্ড না আসায় গত শুক্রবার স্কুলের তরফে এই দুই ছাত্রের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। অভিভাবকদের স্কুলে এসে যোগাযোগ করার কথা বলা হয়।‌ অভিভাবকরা না যেতে পারলেও দুই ছাত্র স্কুলে গেলে তাদের কাছে ১৬ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। সেইসঙ্গে তাদের আঁধার কার্ড ও জন্মের শংসাপত্র নিয়েও দেখা করতে বলা হয়। 

    কিন্তু শনিবার তাদের অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করা যায়নি। সেইসঙ্গে স্কুলের তরফে জানিয়ে দেওয়া হয় এবছর তারা পরীক্ষা দিতে পারবে না। ছাত্রদের অভিযোগ, টেষ্ট পরীক্ষা পাশ করার পর তাদের কাছে যা যা কাগজ চাওয়া হয়েছিল তার সমস্ত কাগজ তারা দিয়েছিল। ঘটনার জন্য স্কুলের শিক্ষকদের গাফিলতির অভিযোগ তুলেছে তারা। 

    অভিযোগ অস্বীকার করে রানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুমঙ্গল সরকারের দাবি তিনি শিক্ষকদের গাফিলতির বিষয়টি স্বীকার করতে পারছেন না। কারণ, অ্যাডমিট না আসার পরেই স্কুলের তরফে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যোগাযোগ করা হয়েছিল। ওটিপি না আসায় ছাত্রদের আবেদন জমা করা যায়নি। পাশাপাশি টাকা চাওয়ায় অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। অন্যদিকে নিউ বনগাঁ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা সোমা সরকার ঘটনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের অসহযোগিতার কথা উল্লেখ করেছেন।
  • Link to this news (আজকাল)