আবাসনে বিধ্বংসী আগুন, ২ জনের মৃত্যুর আশঙ্কা, আহত ৪
আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধ্যায় বীরভূমের বোলপুরে বাঁধগোড়া এলাকায় সাঁঝবাতি নামে একটি আবাসনে ভয়াবহ আগুন লাগে। আবাসনের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়লে সেখানকার বাসিন্দারা আটকে পড়েন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। পরে আরও দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বড় ল্যাডার না থাকায় বাঁশের তৈরি সিঁড়ি ব্যবহার করে দমকল কর্মীরা আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন। আগুনে দুই শিশু-সহ চারজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসি মেসিনের বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত ছড়িয়ে পড়ে আবাসনের নিচে থাকা একটি স্কুটিও পুড়ে যায়। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, দমকল আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।