জিয়াগঞ্জে নৌকাবিহারে বিশ্ববিখ্যাত গায়ক এড শিরন, সঙ্গে কে ছিল?...
আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: যাকে দেখার জন্য এবং যার গান শোনার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ শ্রোতা এবং ভক্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, সেই বিশ্ব বিখ্যাত সঙ্গীতকার–গায়ক এড শিরনকে সোমবার দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে, ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিং–এর বাড়িতে। সম্প্রতি, ভারত সফরে এসেছেন গায়ক এবং লেখক এড শিরন। সূত্রের খবর, অরিজিৎ সিং–এর ‘ওয়ার্ল্ড ট্যুর’–এর সময় দু’জনের বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময়েই অরিজিৎ এডকে ভারতে এলে তাঁর বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন।
অরিজিৎ–এর সেই ডাকে সাড়া দিয়ে এড হাতে গোনা ঘনিষ্ট কয়েকজনকে নিয়ে মুর্শিদাবাদে এসেছেন। সোমবার বিকেল নাগাদ জিয়াগঞ্জে অরিজিৎ সিং এবং তাঁর ঘনিষ্ট বন্ধুদের, এডকে সঙ্গে করে ভাগীরথীর বক্ষে ঘুরতে দেখা যায়। সেই সময় নৌকায় এডের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবও ছিলেন।
জনপ্রিয়তার দিক থেকে এডের থেকে কিছু কম যান না অরিজিৎ সিং। সমাজ মাধ্যম ফেসবুকে এডের যেখানে ফলোয়ারের সংখ্যা ২৩ মিলিয়ন, সেখানে আরিজিতের ফলোয়ারের সংখ্যা প্রায় ২৯ মিলিয়ন। সূত্রের খবর, জিয়াগঞ্জের বাড়িতেই সম্প্রতি অরিজিৎ সিং নিজের মিউজিক স্টুডিও তৈরি করেছেন। সেখানে অরিজিৎ এবং এড দীর্ঘক্ষণ বিভিন্ন ধরনের গান নিয়ে আজ চর্চা করেছেন। ভবিষ্যতে হয়তো ভারতীয় গায়ককে ব্রিটিশ গায়ক–সঙ্গীতকারের সঙ্গে কোনও ‘প্রজেক্ট’–এ দেখা যেতে পারে।
তবে এড কী কারণে অরিজিৎ সিং–এর বাড়িতে এসেছেন এবং কতদিন থাকবেন বা তাঁরা নতুন কোনও প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন কিনা এই নিয়ে দুই বিশ্ববন্দিত গায়কের কারও কাছ থেকেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের কর্মীদের থেকে শত হস্ত দূরে থেকে আজ নৌকা বিহার সেরে বাড়িতে ফিরে যান অরিজিৎ।