• ফের বিতর্কে ম্যাকাউট! বিশ্ববিদ্যালয়ের মধ্যেই মিলল ছাত্রীর দেহ
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এমটেক প্রথম বর্ষের ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য নদীয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়। সকলের নজর এড়িয়ে কীভাবে কলেজের পাঁচতলায় পৌঁছে গেল ওই ছাত্রী তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। পরীক্ষা অনেকক্ষণ শেষ হয়ে গিয়েছিল। তাসত্ত্বেও ওই কলেজ ছাত্রী বাড়িতে যোগাযোগ করেননি। স্বাভাবিকভাবেই ছাত্রীর পরিবারের লোকেরা চিন্তিত হয়ে পড়েন।

    এরপর বিশ্ববিদ্যালয় ফোন করা হয়। বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়া ও কর্মীরা ওই ছাত্রীকে খোঁজাখুঁজি শুরু করেন। তাতেই খোঁজ মেলে ছাত্রীটির। দেখা যায় বিশ্ববিদ্য়ালয়ের প্রশাসনিক ভবনের উপরে তিন তলায় ছাত্রীটির একটি ব্যাগ রয়েছে। সেই ব্যাগের সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় ওই কলেজ ছাত্রীর। এরপর তাঁকে তাঁর সহপাঠীরা হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন।

    বান্ধবীর এই পরিণতির পরই হাসপাতালের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন তার সহপাঠীরা। তাদের প্রশ্ন, অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও কেন সজ্ঞাহীন ছাত্রীকে হাসপাতালে পাঠানো হল না? ২৪ ঘন্টার নিরাপত্তা ব্যবস্থার নজর এড়িয়ে কীভাবে কলেজ ছাত্রীটি পাঁচতলায় পৌঁছল? সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন সেখানে নজরদারি নেই? বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই মুহূর্তে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা। মৃত ওই কলেজ ছাত্রীর বাড়ি দুর্গাপুরে।
  • Link to this news (আজকাল)