• কলকাতা পুরসভা থেকে বাংলাদেশি সন্দেহে আটক এক
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশি সন্দেহে কলকাতা পুরসভা থেকে আটক করা হল এক ব্যক্তিকে। ধৃতের নাম রফিকুল ইসলাম বিশ্বাস। সন্দেহের বশেই আটক করা হয়েছে তাকে। উদ্ধার হয়েছে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড। সোমবার সকালে সন্দেহজনক ব্যক্তিকে আটক করে কলকাতা পুলিশ। 

    সূত্রের খবর, সোমবার সাতসকালে পাসপোর্টের কিছু কাজ নিয়ে কলকাতা পুরসভার পাসপোর্ট ও বার্থ সার্টিফিকেট সেকশনে আসেন ওই ব্যক্তি। যথারীতি আর পাঁচ জনের মতোই তার কাজ করে দিতে যাবতীয় নথি মিলিয়ে দেখেন পুরকর্মীরা। আর সেখানেই ধরা পড়ে গাফিলতি।

     পাসপোর্ট–আধার কার্ড, এমনকি অন্যান্য পরিচয় পত্রের মধ্যে ছিল না কোনও মিল। সন্দেহের বশে আটক করা হয় ওই ব্যক্তিকে। নিয়ে যাওয়া হয় নিউমার্কেট থানায়। চলে জেরা। 

    পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ওই ধৃত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি বাংলাদেশের বাসিন্দা। তবে তার আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করা হয় কলকাতা থেকে। আর সেই নথির ভিত্তিতেই তৈরি করা হয়েছিল পাসপোর্টটি। কীভাবে ‘জাল’ পাসপোর্ট তৈরি করলেন ধৃত ব্যক্তি সেই নিয়ে উঠছে প্রশ্ন।

     ইতিমধ্যেই গোটা ঘটনার ভিত্তিতে তদন্তে নেমেছে নিউমার্কেট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাকে ফাঁসানো হয়েছে বলে নাকি বারবার দাবি করছেন রফিকুল ইসলাম বিশ্বাস।
  • Link to this news (আজকাল)