• সোম সন্ধ্যায় চূড়ান্ত নাকাল কলকাতা মেট্রোর যাত্রীরা! রাত ৯টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ত সময়ে এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা  করেন এক যাত্রী। তাঁকে উদ্ধারে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে রাত ৮টা থেকে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ রুটে ময়দান থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল। ঘোর সমস্যায় পড়েন অফিস ফেরৎ যাত্রীরা। 

    কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এক ব্যক্তি আচমকা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত‍্যার চেষ্টা করেন। এর পরই ওই ব্যক্তিকে উদ্ধার করতে তৃতীয় লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে ময়দান থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল প্রায় এক ঘন্টা। ব্লু লাইনে তখন ময়দান থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা ছিল। 

    পুরো রুটে মেট্রো না চলায় যাত্রীদের খুবই অসুবিধা হয়। অনেকেই মেট্রো ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। মেট্রোর কর্তৃপক্ষের দাবি রাত ৮.৫৫ মিনিট থেকে ফের সম্পূর্ণ পথে (কবি সুভাষ-দক্ষিণেশ্বর) মেট্রো চলাচল শুরু হয়েছে। তবে পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে।

     
  • Link to this news (আজকাল)