আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাতে আগুন লেগেছিল নারকেলডাঙার বসতিতে। এবার আগুন লাগল তারাতলার বসতিতে। সোমবার সন্ধে ৭.১৫ মিনিট নাগাদ দাউদাউ করে জ্বলে উঠল তারাতলার কেপিটি কলোনির পাশের বসতি। পুড়ে ছাই হয়ে যায় বহু ঝুপড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। কথা বলেন দমকল কর্মীদের সঙ্গে। সূত্রের খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।
তারাতলার কেপিটি কলোনির কোয়ার্টারের পাশেই রয়েছে বসতি। সেখানে ১৫ থেকে ২০ টি ঝুপড়ি রয়েছে। সোমবার সন্ধে ৭.১৫ মিনিট নাগাদ দমকলে খবর যায়, ওই বসতিতে আগুন লেগেছে। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই বিরাট আকার নেয় আগুন। দাউদাউ করে জ্বলছিল গোটা বসতি। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়। তার জেরেই আগুন ছড়িয়ে পড়ে। ঝুপড়িতে থাকা আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এখনও পকেট ফায়ার রয়েছে।
দমকল জানিয়েছে, আগুন পুরোপুরি নেভার পরই অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হবে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম।