• মাধ্যমিকের প্রথম দিনেই টুকলি করার অভিযোগ ঘিরে শোরগোল জলপাইগুড়ির স্কুলে
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: মোটের উপর প্রথম দিন নির্বিঘ্নেই সম্পন্ন হল মাধ্যমিক পরীক্ষা। কয়েকটি স্কুলে কিছু ব্যতিক্রমী ঘটনা অবশ্য ঘটেছে। সেই তালিকায় নাম রয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের কেবলপাড়া হাইস্কুলেরও। এই স্কুলে পরীক্ষা দিতে আসা বেশ কিছু পরীক্ষার্থীদের টুকলি সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


    দাবি করা হচ্ছে, পরীক্ষা চলাকালীন শৌচালয়ে যাওয়ার নাম করে বেরিয়ে বেশ কয়েকজন পড়ুয়া সেই টুকলি হাতেও পেয়ে যায়। পুলিশ প্রশাসনের এত কড়াকড়ির মাঝে কী করে বাইরে থেকে নকল সরবরাহ করা হচ্ছে তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে।


    বিষয়টি নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ গুহর দাবি, স্কুলের পিছনে বাউন্ডারি ওয়াল নেই। আগামীকাল থেকে বিষয়টির দিকে নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


    সূত্রের খবর, কেবল পাড়া হাইস্কুলে মান্তাদারি হাইস্কুল ও বারোপাটিয়া হাইস্কুলের পড়ুয়াদের সিট পড়েছে। ফলে অভিযোগের আঙুল তাদের দিকেই। জানা গিয়েছে, পরীক্ষা শুরুর সময় সিট নম্বর ঘিরে প্রথমে এই স্কুলে বিভ্রান্তি ছড়ায়। পড়ুয়াদের অভিযোগ, নোটিস বোর্ডে মান্তাদারি হাইস্কুলের ২০ জন পরীক্ষার্থীকে বারোপাটিয়া হাইস্কুলের পড়ুয়া বলে উল্লেখ করা ছিল। ফলে পরীক্ষার্থীরা তাঁদের সিট নাম্বার খুঁজে পেতে গিয়ে সমস্যায় পড়ে। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে, তড়িঘড়ি নোটিস বোর্ড ঠিক করে দেওয়া হয় বলে দাবি।


    এই ঘটনার রেশ মিটতে না মিটতেই অভিযোগ ওঠে, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর পরীক্ষা হল থেকে ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে এসে স্কুলের পিছনে দেদার নকল মেলাচ্ছে। যদিও তখনই স্কুল ব্যবস্থাও নেয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)