• নিজেই বলল বাংলাদেশি! মেয়রের ঘরের সামনে আটক যুবককে এবার গ্রেফতার করল পুলিস..
    ২৪ ঘন্টা | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • রক্তিমা দাস: জেরায় নিজেই স্বীকার করেছে যে, সে বাংলাদেশি! কলকাতা পুরসভার মেয়রের ঘরের সামনে থেকে ধৃত ব্যক্তিকে এবার গ্রেফতার করল নিউ মার্কেট থানার পুলিস। আগামীকাল, মঙ্গলবার ধৃতকে তোলা হবে আদালতে। 

    পাসপোর্টে এক নাম, আর আধার কার্ডে আর এক! আজ, সোমবার কলকাতা পুরসভায় খোদ মেয়রের ঘরের সামনে থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিস। এরপর নিউ মার্কেট থানা নিয়ে গিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিস সূত্রে খবর, জেরায় ওই ব্যক্তি স্বীকার করে যে, সে বাংলাদেশি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

    জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম  রফিকুল ইসলাম বিশ্বাস। বাড়ি, বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়ার চাপড়ায়। ধৃত ব্যক্তি এখনও যে সমস্ত কাগজপত্র দেখিয়েছে, তার কোনওটার সঙ্গে কোনওটার মিল নেই। পাসপোর্টে ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম বিশ্বাস। আবার আধার কার্ডে রফিকুল ইসলাম! সচিত্র পরিচয় পত্রেও আর এক নাম।  প্রাথমিক তদন্তে অনুমান, সমস্ত নথিই ভুয়ো। সেক্ষেত্রে কোথা থেকে এই ভুয়ো নথি তৈরি হল করা হল? কারা এই চক্রের সঙ্গে যুক্ত? কেন-ই রফিকুল পুরসভায় মেয়রের ঘরের সামনে পৌঁছে গিয়েছিল? তা খতিয়ে দেখছে পুলিস।

    এর আগে, দুপুরে পুরসভার মেয়রের ঘরের সামনে ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। পাকড়াও করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ওই ব্যক্তির দাবি, তিনি দুবাইয়ে কাজ করতেন তিনি। নথিপত্র যাচাইয়ের জন্য পুরসভায় এসেছেন তিনি। বস্তুত, পাসপোর্ট ও আধার কার্ডও দেখান। কিন্তু দেখা যায়,  সরকারি ওই দুই নথিতে নামের কোনও মিল নেই। 

  • Link to this news (২৪ ঘন্টা)