সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনই তিনজনের পরীক্ষা বাতিল করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। হুগলির চণ্ডীতলায় বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে যায়। অন্যদিকে, আলিপুরদুয়ারের এক স্কুলে মোবাইল ফোন নিয়ে ধরা পড়ে এক ছাত্রী। হাওড়ার বালিতে স্মার্টওয়াচ নিয়ে যাওয়ায় হাতেনাতে ধরা পড়ে এক পরীক্ষার্থী।
জানা গিয়েছে, হুগলিতে কুমিরমোরা আর কে এন হাইস্কুলের সিট পড়েছে চণ্ডীতলা গরলগাছা গার্লস হাইস্কুলে। এদিন পরীক্ষা শুরুর আগে ওই কেন্দ্রে প্রত্যেক ছাত্রীকে অ্যাডমিট কার্ড দেখে ভিতরে পাঠানো হচ্ছিল। তখনই একজনকে দেখে সন্দেহ হয়। অ্যাডমিট কার্ডের সঙ্গে পরীক্ষা দিতে আসা ছাত্রীর মুখের আদল সেভাবে মিলছিল না। তারপরই তাঁকে আলাদা করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে মানতে না চাইলেও পরে সত্য কথা বলে ফেলেন ওই তরুণী। জানা যায়, তার বোনের এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। বোনের জায়গায় দিদি মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যান। বোনের স্কুলের ড্রেস পরে এলেও নজর এড়ানো সম্ভব হয়নি।
ইমারজেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক শীল জানিয়েছেন, শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের বিষয়টি জানানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে জানা গিয়েছে, ওই তরুণী কলেজছাত্রী। চণ্ডীতলা থানার পুলিশ তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে হাওড়ার বালিতে স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষার হলে গিয়েছিল এক পরীক্ষার্থী। তাকে ধরে ফেলা হয়। ওই পরীক্ষার্থীর এবারের মাধ্যমিক পরীক্ষা এবার বাতিল করা হয়েছে।
এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি পরীক্ষা কেন্দ্রে মোবাইল-সহ ধরা পড়ে এক ছাত্রী। আলিপুরদুয়ারে হিন্দি মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল শহরের নিউটাউন গার্লস হাইস্কুলে। পরীক্ষা শুরুর এক ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রের ভেতরেই ওই ছাত্রীর কাছে অ্যানড্রয়েড মোবাইল ফোন মেলে। তার জেরে ওই ছাত্রীর সব মাধ্যমিক পরীক্ষাই বাতিল করেছে পর্ষদ। এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও কড়া পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে কোনও মোবাইল ফোন, স্মার্টওয়াচ পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই কথা আগেই জানানো হয়েছিল। সেই মোতাবেক তিন পরীক্ষার্থীর সব পরীক্ষা বাতিল হল।