• বিয়ে বিতর্কের পর ফের শিরোনামে ম্যাকাউট, পরীক্ষা চলাকালীন হেনস্তার জেরে মরণঝাঁপ ছাত্রীর!
    প্রতিদিন | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: বিয়ে বিতর্কের পর ফের শিরোনামে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। এবার বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে মরণঝাঁপ ছাত্রীর! ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে পড়ুয়ারা। চলছে তুমুল বিক্ষোভ। অভিযোগ, পরীক্ষা চলাকালীন হেনস্তার জেরেই এহেন চরম পদক্ষেপ ওই পড়ুয়ার।

    জানা গিয়েছে, সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দেন বছর চব্বিশের সায়নী সেন। স্নাতোকোত্তর প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। বাড়ি দূর্গাপুরে। অভিযোগ, আজ পরীক্ষা চলাকালীন তাঁকে হেনস্তা করেন অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষক। ফলে অপমানে ‘আত্মহননে’র পথ বেছে নেন ওই ছাত্রী।

    এদিকে, পড়ুয়ার মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল উত্তেজনা। ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন তাঁরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

    উল্লেখ্য, দিনকয়েক আগেই বিশ্ববিদ্যালয়টির বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ‌্যায় প্রথমবর্ষের এক পড়ুয়ার সঙ্গে ক্লাসরুমেই মালাবদল করেন। সেই ভিডিও নেটদুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দেয়। তৈরি হয় প্রবল বিতর্ক। অধ্যাপিকা দাবি করেন, গোটাটাই ‘সাইকো ড্রামা’র অংশ। সকলের সামনে ক্লাসরুমের মধ্যেই সবটা করা হয়েছে ডেমনস্ট্রেশন হিসেবে।
  • Link to this news (প্রতিদিন)