• ঐতিহ্য ও আধুনিকতার জ্ঞানকেন্দ্র, উদ্বোধন অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েবসাইটের
    প্রতিদিন | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালু হল অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েবসাইট। শিক্ষায় প্রাচীন ভারতের ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনই এই ওয়েবসাইটের অন্যতম লক্ষ্য হবে, জানালেন শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার সল্টলেকে একটি অনুষ্ঠানে নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবার থেকে কৌতূহলীরা ডিজিটাল প্লাটফর্মেও কৃতি অধ্যাপকের যাবতীয় বক্তব্য পাবেন।

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ম্যানেজমেন্টে পিএইচডি করেছেন রমাপ্রসাদ। এরপর সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে করেছেন পোস্ট-ডক। তিনি ভারতের ইনস্টিটিউট অফ ডিরেক্টর্সের সদস্য। এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত অধ্যাপক হিসাবে ভাষণ দিয়েছেন রমাপ্রসাদ। ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট (ইআইআইএলএম) কলকাতার কর্ণধার, চেয়ারম্যান অধ্যাপক বন্দ্যোপাধ্যায়।

    সোমবার ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ও দক্ষিণ ফ্লরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক এইচ টেলর, লেখিকা রোজান আর টেলর, জিনা অ্যান্ড কোম্পানির পরিচালক লাকি কুলকার্নি, ভারতের প্রাক্তন ইউজিসি সচিব আর কে চৌহান, ইআইআইএলএম কলকাতার প্রধান পরামর্শদাতা ও মেন্টর এস কে দত্ত এবং অভিনেত্রী ঈশা সাহা।

    জমজমাট অনুষ্ঠানে অধ্যাপক বন্দ্য়োপাধ্যায়ের বার্তা দিলেন—এই নতুন ওয়েবসাইট ঐতিহ্য ও আধুনিকতার জ্ঞানকেন্দ্রে পরিণত হবে। ওয়েবসাইট উদ্বোধনের অনুষ্ঠানে অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাচীন জ্ঞানের সঙ্গে আধুনিক সীমাবদ্ধতাগুলির মেলবন্ধন ঘটিয়ে আগামী দিনে দায়িত্বশীল নেতা তৈরি করাই আমাদের লক্ষ্য।”
  • Link to this news (প্রতিদিন)