• লাস্ট লোকালে বাড়ি ফিরছিলেন তরুণী, চলন্ত ট্রেনে ভয়ঙ্কর অভিজ্ঞতা
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ব্যান্ডেল লাইনে রাতের ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ উঠল। আহত হন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লেখেন মামন জানা নামে ওই যাত্রী। প্রশ্ন তোলেন, রাতের ট্রেনে যাঁরা বাড়ি ফেরেন, তাঁদের নিরাপত্তা নিয়ে।

    মামন জানা জানান, রবিবার মানকুণ্ডু থেকে আপ বর্ধমান লোকালে ওঠেন। শেষ ট্রেন ছিল সেটি। ব্যান্ডেল স্টেশন ছেড়ে ওই ট্রেন সপ্তগ্রামে ঢোকার আগেই ট্রেনের জানলায় কেউ ইট ছোড়ে। জানলার ধারে বসেছিলেন মামন। জানলার কাচ হুড়মুড়িয়ে ভেঙে তাঁর মাথায়, গায়ে পড়ে। মাথার কিছুটা কেটেও যায়। শীত পোশাক থাকায় আর কোথাও লাগেনি।

    মামনের সঙ্গে ছিলেন আনন্দ বর্মন নামে এক যুবক। তিনি জানান, সপ্তগ্রামে ট্রেন ঢোকার আগে কেউ পাথর ছোড়ে। পাথরটা জানলার কাচে লাগায় তা ভেঙে মামনের মাথায় লাগে, মাথা কেটে যায়। ট্রেনের ভিতরে পুরো কাচ ভর্তি হয়ে যায়।

    তাঁরা জানান, সহযাত্রীরা সঙ্গে সঙ্গে ১৩৯-এ অভিযোগ জানান। এরপরই মগরায় আরপিএফের কাছে যান। আরপিএফ তাঁদের হাসপাতালে যাওয়ার পরামর্শও দেয়। মামন জানান, রাত হয়ে যাওয়ায় রবিবার বাড়িতে চলে যান। সোমবার সকালে মগরা হাসপাতালে ডাক্তার দেখান।

    ফেসবুকে মামন লেখেন, বরাত জোরে রক্ষা পেয়েছেন তিনি। বড় বিপদ হতে পারত। রাতের যাত্রীদের সতর্কও করেন। তবে পূর্ব রেলের দায়িত্ব প্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, এই ঘটনার বিষয়ে লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ হলে আরপিএফ যথোপযুক্ত ব্যবস্থা নেবে।

  • Link to this news (এই সময়)