• ব্যাঙ্ক দুর্নীতি মামলায় স্টিল সংস্থার কর্ণধারের ২০০ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি!
    আনন্দবাজার | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • বাঙ্ক দুর্নীতি মামলায় স্টিল সংস্থার মালিক ধৃত সঞ্জয় সুরেকার প্রায় ২১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সঞ্জয়ের বিরুদ্ধে প্রায় ছ’হাজার কোটির ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর বাড়ি থেকে প্রায় চার কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বিদেশি গাড়িও। আগেই তাঁকে গ্রেফতার করে ইডি। সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্তে নেমেছিল তারা। সম্প্রতি ইডির জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ২০০২ সালের অর্থ তছরুপ প্রতিরোধ আইনে শিল্পপতির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ছ’হাজার কোটি টাকার ঋণ নেন এবং তা শোধ করেননি। শুধু তাই নয়, সঞ্জয়ের সংস্থা শেয়ার বাজার দর বেশি করে দেখিয়েছে বাজারে। সংস্থার হিসাবপত্রেও আর্থিক নয়ছয়ের ইঙ্গিত রয়েছে। বস্তুত, ২০২২ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তী কালে অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ছয় হাজার কোটি টাকার কাছাকাছি। নাম জড়ায় সঞ্জয়ের।

    অভিযোগ, সঞ্জয় তাঁর সংস্থার অনেক কর্মী এবং পরিচিতিদের নামে ভুয়ো সংস্থা তৈরি করেন। তা ছাড়াও কোটি কোটি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তিনি বিভিন্ন সম্পত্তি, জমি ও দোকান কিনেছেন। সেগুলি ইডি বাজেয়াপ্ত করেছে।

    গত বছরের ডিসেম্বরে, সঞ্জয়ের দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাড়িতে ইডি এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী যৌথ ভাবে অভিযান চালায়। সেই অভিযানে ইডি আধিকারিকেরা তাঁর বাসভবন থেকে নগদ দু’কোটি টাকা-সহ মোট সাড়ে ৪ কোটি টাকার গয়না এবং দু’টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেন। তখনই সঞ্জয়কে গ্রেফতার করা হয়।

  • Link to this news (আনন্দবাজার)