• শাটল রেসে জেলার সেরা কাঁকসার প্রথম শ্রেণির ছাত্রী
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানকর: পশ্চিম বর্ধমান জেলার মধ্যে শাট্‌ল রেসে প্রথম হয়েছে কাঁকসার সুন্দিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সুজিতা হাঁসদা। সোমবার তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন সুজিতাকে নিয়ে গ্রামে শোভাযাত্রাও করা হয়। আগামীতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সুজিতা আরও ভালো ফল করবে বলে আশায় বুক বাঁধছেন বিদ্যালয়ের শিক্ষক থেকে এলাকার বাসিন্দারা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা-১ চক্রের সুন্দিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা প্রতিবছরই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। তবে, এই প্রথম কোনও পড়ুয়া রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করবে। এদিন বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবন্ধু সহ এলাকার বাসিন্দারা উপস্থিত হয়ে সুজিতাকে সংবর্ধনা জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সরকার বলেন, গত ৭ ফেব্রুয়ারি লাউদোহায় অ্যাথলেটিক্সের শাটল রেসে সুজিতা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ১৯৭১ সালে আমাদের বিদ্যালয় স্থাপিত হয়। কিন্তু বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনও পড়ুয়া রাজ্যস্তরে খেলতে যাবে। আমাদের কাছে বিষয়টি অত্যন্ত গর্বের। তিনি জানান, ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের পড়ুয়ারা পরবর্তীতে জেলাস্তরে প্রতিযোগিতায় যাতে ভালো ফল করে সেজন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুজিতাকে দেখে অন্যরা উৎসাহিত হবে।


    সুজিতার বাবা সামন্ত হাঁসদা ঠিকা শ্রমিক। মেয়ের এই ফলাফল দেখে গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিনিও উল্লাসে মেতেছেন। তিনি বলেন, মেয়ের খেলার প্রতি আগ্রহ রয়েছে। বিদ্যালয় থেকে ফিরেই নিয়মিত মাঠে দৌড়াতে যায়। আমি চাই পড়াশোনার সঙ্গে সমানভাবে খেলাটাও চালিয়ে যাক। বিদ্যালয়ের শিক্ষকরাও ওর সাফল্যে গর্বিত। সুজিতার মা বুদিন হাঁসদা গৃহবধূ। আর্থিক প্রতিকূলতা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। সুজাতা বলে, আবার খেলতে নামব। পড়ার পর খেলতে আমার খুব ভালো লাগে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)