সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমার মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সাংসদ দীপক অধিকারীর(দেব) পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা দেওয়া হল। পরীক্ষা কেন্দ্রগুলির সামনে ফ্লেক্স টাঙিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাংসদ প্রতিনিধি রামপদ মান্না ও ‘সাংসদ পরিবারের সদস্য’রা প্রত্যেক পরীক্ষার্থীকে একটি করে মিনারেল ওয়াটারের বোতল এবং একটি করে কলম তুলে দেওয়ার ব্যবস্থা করেন। রামপদবাবু বলেন, দাদার(দেব) নির্দেশেই আমরা এই কাজ করছি। পরীক্ষা চলাকালীন আমরা সাংসদ পরিবারের সদস্যরা পরীক্ষার্থীদের পাশে থাকব। পরীক্ষা কেন্দ্রের বাইরেও পরীক্ষার্থীর কোনও সমস্যা হলে আমরা সহযোগিতা করব।-নিজস্ব চিত্র