• প্রথম দিন মাধ্যমিকের বাংলা পরীক্ষা নির্বিঘ্নেই
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগ: সোমবার মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে নির্বিঘ্নেই মিটেছে। এদিন পুলিস প্রশাসনের কর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখেন। 


    বাঁকুড়ায় মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে। এদিন জেলায় পথ দুর্ঘটনায় মোট চারজন ছাত্রছাত্রী জখম হয়। দুই অসুস্থ ছাত্রী ও বাইক দুর্ঘটনায় জখম এক ছাত্র এদিন হাসপাতালে বসে পরীক্ষা দেয়। হাতি প্রবণ এলাকায় পরীক্ষার্থীরা এদিন প্রশাসনের ভাড়া করা গাড়িতে কেন্দ্রে পৌঁছয়। বাঁকুড়ার পরীক্ষা আহ্বায়ক গৌতম দাস বলেন, এদিন সকালে বড়জোড়ার তাজপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক নিয়ে রাস্তার উপর পড়ে যায়। সে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে বসে পরীক্ষা দেয়। আড়রা উচ্চ বিদ্যালয় ও দেউলি হাই স্কুলের দুই ছাত্রী অসুস্থ হয়ে যথাক্রমে ছাতনা সুপার স্পেশালিটি ও খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালেই দু’জনের পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিনই পরীক্ষা দিয়ে টোটোয় চেপে বাড়ি ফেরার পথে বড়জোড়ার হাটআশুড়িয়া মোড়ের কাছে পরীক্ষার্থীরা দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে গেলে তিন ছাত্রী জখম হয়। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কাউকে ভর্তি করতে হয়নি। এদিন মোটের উপর পরীক্ষা নির্বিঘ্নেই মিটেছে। কোথাও টোকাটুকির অভিযোগ ওঠেনি।


    পুরুলিয়ায় দু’একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া প্রথম দিন নির্বিঘ্নেই সম্পন্ন হল মাধ্যমিকের বাংলা পরীক্ষা। এবছর পুরুলিয়া জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩ হাজার ১৬৪ জন। এরমধ্যে এদিনের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৮.২৯ শতাংশ। মোট ৭৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মহুয়া বসাক বলেন, প্রথম দিন নির্বিঘ্নেই মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুধুমাত্র দু’জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। এরমধ্যে কাঁটাডির এক পরীক্ষার্থী পুরুলিয়া সদর হাসপাতালে আগে থেকেই ভর্তি ছিল। রঘুনাথপুরের এক পড়ুয়া পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবছর পুরুলিয়া জেলায় সাঁওতালি মাধ্যমের পাঁচটি বিদ্যালয়ের মোট ৫১ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। পরীক্ষার প্রথম দিন বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পরীক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। কলম, জলের বোতল দেওয়া হয়। 


    আরামবাগেও নির্বিঘ্নে মিটেছে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা। এদিন মহকুমার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মোবাইল বাইক চালু করেছে মহকুমা পুলিস। কোনও পরীক্ষার্থী কেন্দ্রে যেতে সমস্যায় পড়লে তাদের পুলিস বাইকে করে পৌঁছে দেবে। এছাড়া মাধ্যমিক পরীক্ষা শেষে যাতে যানজটের সমস্যা না হয় তারজন্য আরামবাগ শহরের নেতাজি স্কোয়ারে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। এসডিপিও বলেন, এদিন কয়েকজন পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেন পুলিসকর্মীরা।
  • Link to this news (বর্তমান)