• নতুন বাড়ির অনুমোদনে দরকার আট ফুট চওড়া রাস্তা, সিদ্ধান্ত আরামবাগ পুরসভার
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রাস্তার জন্য ন্যূনতম আট ফুট জায়গা না ছাড়া হলে নতুন বাড়ির অনুমোদন নয়। পাওয়া যাবে না হোল্ডিং নম্বর। একইসঙ্গে বাড়ি করার জন্য বিল্ডিং প্ল্যান পাশও করা হবে না। এমনই নয়া সিদ্ধান্ত নিয়েছে আরামবাগ পুরসভা। পরিকল্পিত বর্ধিত শহর গড়তেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি পুরসভার। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, শহরের মধ্যে এমন অনেক রাস্তাতেই দমকলের ইঞ্জিন বা বড় অ্যাম্বুলেন্স ঢোকার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বিগত দিনে পরিকল্পনার অভাব ছিল। নতুন করে যাতে এমন সমস্যা অন্য কোনও এলাকায় না তৈরি হয়, সেই জন্যই আট ফুটের চওড়া রাস্তা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। রাস্তার জন্য আট ফুট ছেড়ে বাড়ি তৈরির প্ল্যান জমা না দিলে তার অনুমোদন দেওয়া হবে না। এই সিদ্ধান্তের কথা আমরা পুরসভা এলাকায় মাইকিং করে বাসিন্দাদের জানিয়ে দিচ্ছি। এতে শহরবাসীর ভবিষ্যৎ ভালো হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আরামবাগ শহরে ১৯টি ওয়ার্ড রয়েছে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী আরামবাগ পুরসভা এলাকায় প্রায় ৮০হাজার জন সংখ্যা। হোল্ডিং নম্বর রয়েছে প্রায় ২২ হাজার বাড়ির। আরামবাগ শহরের এমন বহু পাড়া রয়েছে যেখানে রাস্তা সংকীর্ণ। দমকলের ইঞ্জিন ঢোকা সেখানে কার্যত অনিশ্চিত। তাই কোনও দুর্ঘটনা ঘটলে তা মোকাবিলা করা প্রশাসনের পক্ষে কার্যত চ্যালেঞ্জের। বর্তমানে বিভিন্ন এলাকায় নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে। ক্রমেই বাড়ছে জন সংখ্যাও। পুরসভা এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তা আট ফুট চওড়া রাখতে জোর দিচ্ছে কর্তৃপক্ষ। 


    পুরসভার এক আধিকারিক বলেন, শহরে যে কোনও জমি কেনার সময়ই বাসিন্দাদের এই নিয়মটি নজরে রাখতে হবে। রাস্তার জন্য আট ফুট চওড়া জায়গা সংশ্লিষ্ট জমির দলিলে স্কেচ ম্যাপে উল্লেখও রাখতে হবে। না হলে হোল্ডিং নম্বর পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হবে। তাই বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। 


    তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভার এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি। দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, আট ফুট চওড়া রাস্তা না থাকলে বাড়ি তৈরির অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত পুরসভার নাটক। পরিকল্পনা করে শহর গড়ার কোনও ইচ্ছেই তৃণমূলের নেই। অনেকেরই আট ফুট চওড়া রাস্তা থাকবে না। সেক্ষেত্রে পুরসভা সেইসব বাসিন্দাদের কাছ থেকে কমিশন নিয়ে বাড়ি তৈরির অনুমোদন দেবে। পুরসভা ঘুরপথে রোজগারের একটি ফাঁদ পেতেছে। 


    পাল্টা চেয়ারম্যান বলেন, বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। ওদের পায়ের তলায় মাটি নেই। মানুষকে বিভ্রান্ত করাই ওদের কাজ। পুরসভা পরিচ্ছন্ন শহর গড়তেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
  • Link to this news (বর্তমান)