• প্রথম দিনেই স্কুলের পিছনে দেদার নকল মেলানোর ছবি পরীক্ষার্থীদের
    বর্তমান | ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাধ্যমিকের প্রথম দিনেই বাইরে থেকে দেদার টুকলি সরবরাহের অভিযোগ। পরীক্ষাহল থেকে বেরিয়ে এসে স্কুলের পিছনে সেই নকল মেলাতে দেখা গেল পরীক্ষার্থীদের। সংবাদ মাধ্যমের ক্যামেরায় টুকলির ছবি ধরা পড়তেই ব্যাপক আলোড়ন ছড়ায় এলাকায়। পুলিস প্রশাসনের কড়া নজরদারির মধ্যে কীভাবে প্রকাশ্যে নকল সরবরাহ হল, পরীক্ষার্থীরাই বা কীভাবে পরীক্ষাহল থেকে বেরিয়ে এসে ওই নকল মেলাল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ। কেবলপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ গুহ বলেন, মাধ্যমিক সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না। শুধু এটুকু বলতে পারি, আমাদের স্কুলের পিছনে কোনও বাউন্ডারি ওয়াল নেই।


    অভিযোগ, এদিন বাইরে থেকে টুকলি নিয়ে এসে স্কুলের শৌচালয়ের ভিতরেও তা মেলায় পরীক্ষার্থীরা। এনিয়ে অবশ্য প্রধান শিক্ষকের দাবি, স্কুলের ভিতরে কিছু হয়নি।


    জলপাইগুড়ি জেলাজুড়ে এদিন নির্বিঘ্নে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হলেও, পরীক্ষা শুরুর আগে থেকেই উত্তেজনা ছড়ায় কেবলপাড়া হাইস্কুলে। অভিযোগ, মান্তাদারি হাইস্কুলের ২০ জন পড়ুয়ার রোল নম্বরের জায়গায় বারোপাটিয়া স্কুল বলে উল্লেখ করা হয় নোটিস বোর্ডে। ফলে পরীক্ষার্থীরা নিজেদের সিট নম্বর খুঁজে পেতে সমস্যায় পড়ে। বিষয়টি তারা প্রথমে স্কুলের গেটে থাকা পুলিসকে জানায়। পরে জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। এরপরই তড়িঘড়ি নোটিস বোর্ড ঠিক করে দেওয়া হয়।


    এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর থেকে স্কুলের পিছনে দেদার টুকলি সরবরাহ শুরু হয়ে যায় বলে অভিযোগ। হল থেকে পরীক্ষার্থীরা বেরিয়ে এসে সেখানে নকল মেলাতে থাকে। কেউ প্যান্টের পকেট থেকে টুকলি বের করে, কেউ আবার জুতোর ভিতর থেকে চিরকূট হাতে নিয়ে মেলায়। সংবাদ মাধ্যমের ক্যামেরায় এই ছবি ধরা পড়তেই আলোড়ন ছড়ায়। স্কুলের পিছনে দেদার নকল সরবরাহ চললেও কেন বিদ্যালয় কর্তৃপক্ষের কিছু নজরে এল না, তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই পুলিস প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।


    বেলাকোবার কেবলপাড়া হাইস্কুলে মান্তাদারি হাইস্কুল ও বারোপাটিয়া হাইস্কুলের পড়ুয়াদের সিট পড়েছে। সবমিলিয়ে ওই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৩৬৩ জন। পর্ষদের গাইড লাইন মেনে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসানোর কথা। এমনকী টুকলি রুখতে নজরদারি চালানোর কথা শৌচালয়েও। সেক্ষেত্রে পরীক্ষা চলাকালীন কীভাবে পড়ুয়ারা হল থেকে বেরিয়ে স্কুলের পিছনে গিয়ে দেদার টুকলি সংগ্রহ করল, নিজেরা নকল মেলাল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।  টুকলির এই ছবিই দেখা গিয়েছে বেলাকোবার স্কুলে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)